সাতকানিয়ায় মৎস্য সপ্তাহ পালিত

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ – এই শ্লোগানে ১৯ জুলাই বৃহস্পতিবার সাতকানিয়া উপজেলা মৎস্য দপ্তর এ কর্মসূচির অায়োজন করে।
মৎস্য সপ্তাহ উপলক্ষে সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ গেট থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। উপজেলা মৎস্য কর্মকর্তা মানস মণ্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা অাওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, চেয়ারম্যান নুজরুল ইসলাম মানিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আবু তাহের এলএমজি, সাতকানিয়া উপজেলা অাওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক, সাতকানিয়া রাস্তার মাথা ফেয়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ইদ্রিস, প্রমুখ। সভা শেষে মৎস্য চাষে সাফল্য অর্জন করায় উপজেলার শফিকুর রহমান চৌধুরী, মোঃ বাবুল ও মাছ চাষে সফলতা অর্জন করায় আনোয়ার হোসেনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।