সাতকানিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ ড্রেজার মেশিন ও বালি জব্দ

গত ১৫ অক্টোবর সোমবার সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেনের নেতৃত্বে গোপন সাতকানিয়ায় উপজেলাধীন নলুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মরফলা বাজার সংলগ্ন সাংগু নদীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রেজার মেশিন সংযুক্ত একটি স্টিল বডি ইঞ্জিন নৌকা আটক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসারের সাথে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জনাব দীপংকর তঞ্চঙ্গ্যা। মোবাইলকোর্টের উপস্থিতি টের পেয়ে নৌকার মাঝিসহ সংশ্লিষ্ট অপকর্মকারীগণ নৌকা ফেলে দ্রুত পালিয়ে যায়। এমতাবস্থায় ড্রেজার মেশিন সহ নৌকা ও অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৬০,০০০ ঘনফুট বালি জব্দ করে নলুয়া ইউপি চেয়ারম্যানের জিম্মায় প্রদান করে তা বিধিমোতাবেক নিলাম প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। এরপর মোহাম্মদ মোবারক হোসেন এর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত জাতীয় হেল্পলাইন ১০৯ হতে প্রাপ্ত সংবাদ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে মরফলা বাজারে বিদ্যমান দোকানসমূহে তল্লাশী করেন। এসময় কোরবান স্টোরের স্বত্তাধিকারী কোরবান আলীর বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে পাঁচ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন এএসআই মোবারক।