মুজিব বর্ষের আহ্বান ৩টি করে গাছ লাগান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সাতকানিয়ায় গাছ রোপন শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত কর্মসূচি মোতাবেক দক্ষিণ ঢেমশা চৌমুহনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এইসব গাছ লাগানো হয়। সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ লিটনের সহযোগিতায় আজ বৃক্ষরোপন কর্মসূচি পালন শুরু হয়। এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।