সাতকানিয়ায় ‘মা’ সমাবেশে রিজিয়া রেজা চৌধুরী

‘মা’ একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বললেন, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী।

বৃহস্পতিবার সকাল ১১টায় সাতকানিয়া মধ্য নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  মিসেস রিজিয়া রেজা চৌধুরী আরো বলেন, একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন,দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুলাল,সাতকানিয়া উপজেলা যুবলীগেরর সহ-সভাপতি এটিম সাইফুল ইসলাম, তাঁতী লীগের সভাপতি সোহারাব হোসেন,নলুয়া ডি.এল.উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,বাবু স্বপন সাহা,বিশিষ্ট সমাজ সেবক বাবু হারাধন ভট্টাচার্য্য,বাবু অজিত করণ, সভাপতিত্ব করেন বাবু সনজিত করণ সভাপতি অত্র স্কুল পরিচালন কমিটি,যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল, নারীনেত্রী নার্গিস আক্তার মুন্নী,হামিদা বেগম,চম্পা দেবী সৌমা,ফরিদা বেগমপ্রমুখ।