সাতকানিয়ায় মানসিক ভারসাম্যহীন এক মহিলার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মহিলার নাম পারভীন আকতার (৩২)। গতকাল সোমবার বিকালে উপজেলার চরতি ইউনিয়নের সুঁইপুরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানান, চরতি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুঁইপুরার বাসিন্দা নোয়া মিয়া প্রকাশ ইমান আলীর মানসিক ভারসাম্যহীন স্ত্রী পারভীন আকতার গত কয়েকদিন আগে নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও তার সন্ধান মিলেনি। গতকাল বাড়ির অদূরে একটি রাস্তার পাশে খোলা বিলে তার গলিত লাশ দেখার পর এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মহিলার স্বামী নোয়া মিয়া প্রকাশ ইমান আলী জানান, আমার স্ত্রী মানসিকভাবে একটু ভারসাম্যহীন। সে আগেও বিভিন্ন সময়ে ঘর থেকে চলে গিয়েছিল। কয়েকদিন পর আবার ফিরে আসে। এবারে নিখোঁজ হওয়ার পরও আমরা ধারণা করেছি আবার ফিরে আসবে। কিন্তু এবার আর ফিরে আসেনি। আসছে লাশ হয়ে। সাতকানিয়া থানার এসআই উমর ফারুক জানান, রাস্তার পাশে খোলা বিলে মহিলার গলিত লাশ পড়ে থাকার বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।