সাতকানিয়ার আমিলাইষ ইউনিয়নের পশ্চিম ডলু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত শুক্রবার বিকালে মরহুম নূর হোছাইন মাষ্টারের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা ডা. আ.ম.ম মিনহাজুর রহমান।
স্মৃতি সংসদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ সোলাইমান চেয়ারম্যানের সভাপতিত্বে মরহুম নূর হোছাইন মাষ্টারের স্মরণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. আ.ম.ম মিনহাজুর রহমান বলেন মরহুম নুর হোছাইন মাষ্টারের মতো যারা দলের দু:সময়ে ত্যাগ স্বীকার করে আওয়ামীলীগকে সুসংগঠিত করার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে দেশের উন্নয়নে কাজ করে গেছেন তাদেরকে মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব। নূর হোছাইন মাস্টারের মতোন নির্মোহ, ত্যাগী নেতাকর্মীরাই দূঃসময়ে দল টিকিয়ে রাখে।আওয়ামীলীগে এমন বহু ত্যাগী ও আদর্শবান নেতা ছিলেন বলেই বারবার আঘাত ও ষড়যন্ত্রের পরও আওয়ামীলীগের ক্ষতি করার চেষ্টা করেও অনেকে সফল হয়নি।
তিনি আরো বলেন নিবেদিতপ্রাণ নেতা-কর্মীরাই দলকে টিকিয়ে রেখেছে।দলের দুর্দিনের পরীক্ষিতদের ঐক্যবদ্ধ থেকে সুবিধাবাদী, দুর্নীতিবাজ ও সুযোগ সন্ধানীদের চিহ্নিত করে দেশ, জনগণ ও সংগঠনের জন্য সদা ত্যাগ স্বীকার করতে হবে। মনে রাখতে হবে, বিশ্বে যারা ত্যাগ স্বীকার করে নিজেকে মানব সেবায় উজাড় করে দিয়েছেন, তাদের নামই চিরদিন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বিশেষ অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন সমাজ সেবক মো. ইউনুচ। স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা এস.এম হারুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমের সন্তান অধ্যাপক মুহাম্মদ শামসুল আরেফিন টিটু, চট্টগ্রাম কমার্স কলেজের অধ্যাপক মো. ইউনুচ, এড. আবু সুফিয়ান সিদ্দিকী, চট্টগ্রাম বিএন কলেজের অধ্যাপক মো. হোসেন, আলহাজ মো. ইউনুচ, বঙ্গবন্ধু পরিষদ উপজেলা সভাপতি আলহাজ শফিকুল ইসলাম, আমিলাইষ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, যুবলীগ নেতা জহির উদ্দীন মিন্টু, মো. জমির উদ্দীন, মো. এনাম, আহমদ নাছিম, হারুনুর রশিদ মানিক, স্বেচ্ছাসেবকলীগ নেতা, সাইফুল ইসলাম সুমন, ছাত্রলীগ নেতা মো. কলিমউল্লাহ, ইয়ামিনুর রহমান ইমন, মো. আয়াজ, মো. সোহেল, মো. আনিছ, মো. মহিউদ্দীন, আবু বক্কর, মো. সুমন, মো. আবদুল্লাহ, মো. রিদুয়ানুল হক অনিক, মো. মিজান ও মো. জায়েদ হোসেন।