সাতকানিয়ায় ভূল জামিননামা দাখিল,জিআরও ও এক আইনজীবীকে শোকজের নির্দেশ

গতকাল মঙ্গলবার ভূলবশত এক আসামির স্থানে অন্যজনের জামিননামা দাখিল করায় হওয়ায় আদালত সাতকানিয়া জিআরও ও এক আইনজীবীকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। এ আদেশ দেন চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট শহিদুল্লাহ কায়সার। চিফ জুডিসিয়অল ম্যজিস্ট্রেট আদালতের এপিপি আরিফুল রহমান বলেন, সাতকানিয়া থানার একটি (১২(৯)২০১৮) মামলায় ৮ অক্টোবর ১১ অভিযুক্তের জামিনের আবেদন করেন আইনজীবী। ওই মামলায় ১২ আসামির মধ্যে ৩ নম্বর আসামি জামিনের আবেদন জানানো হয়নি। জুডিসিয়াল ম্যজিস্ট্রেট হেলাল উদ্দিন জামিনের আবেদনকারী সকল অভিযুক্তের জামিন মঞ্জুর করেন। কিন্ত জুনিয়র আইনজীবী ভূল করে তিন নম্বর আসামির পক্ষেও জামিননামা দাখিল করেন। আপরদিকে, ১ নম্বর আসামির পক্ষে জামিননামা দাখিন করা হয়নি। ওই জামিননামায় ১ নম্বর আসামির ঠিকানা দেয়া হয় বলে জানান। বিষয়টি বাদির আইনজীবীর নজরে এলে গতকাল সিজেএম আদালতে আবেদন করেন।সিজেএম কামরুন নাহার রুমী এ আবেদনের শুনানির জন্য জুডিনিয়াল ম্যজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সার- এর আদালতে প্রেরণ করেন। শুনানিশেষে এডভোকেট মো. কফিলকে কারণ দর্শানেরা নির্দেশ দেন । এছাড়া আদালতের সাতকানিয়া থানার জিআরওকে কাগজপত্র যাচাই না করে জামিননামা গ্রহণ করায় কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না মর্মে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।