সারাদেশের ন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়ও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে। শনিবার সকাল ৯টার টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত এই কার্যক্রম চলে।
এ উপলক্ষ্যে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও জাতীয় স্বেচ্চাসেবী সংগঠন অণুচক্রিকা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতকানিযা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোবারক হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমতিয়াজ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসান মুরাদ, অণুচক্রিকা ফাউন্ডেশনের সদস্য আবুল কালাম মানিকসহ প্রমুখ।