সাতকানিয়ায় বেতারের শ্রোতা আনন্দ মেলা সম্পন্ন

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে সাতকানিয়া উপজেলা পরিষদ মাঠে ‘শ্রোতা আনন্দ মেলা’ শীর্ষক আলোচনা, শ্রোতা ক্লাব নিবন্ধন ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত রোববার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ–আঞ্চলিক পরিচালক বেগম শাহীন আকতার। প্রধান অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা? নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন।

বিশেষ অতিথি ছিলেন মো. যোবায়ের, মেয়র সাতকানিয়া পৌরসভা চট্টগ্রাম, মাস্টার ফরিদুল আলম, সিনিয়র সহ–সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, সাতকানিয়া উপজেলা চট্টগ্রাম, কুতুব উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, সাতকানিয়া উপজেলা চট্টগ্রাম ও মো. আজিম শরীফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাতকানিয়া চট্টগ্রাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের -আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আমানুর রহমান খান।

প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠান শেষে দ্বিতীয় পর্বে শ্রোতা ক্লাব নিবন্ধন, পরিচিতি পর্ব এবং বাংলাদেশ বেতার ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।