সাতকানিয়ায় বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালি

দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতকানিয়ায় এক বর্নাঢ্য র‌্যালির আয়োজন করে সাতকানিয়া উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

বেগম জিয়ার কারা মুক্তি আর আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আজ (৩১ আগস্ট) শুক্রবার বিকেল ৩ টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা ও সাতকানিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যান এর নেতৃত্বে সাতকানিয়ার ঠাকুরদিঘী হয়ে আরকান সড়কে এই র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মহসিন, সাতকানিয়া থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জামাল হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক, মোজাম্মেল হক, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কাইয়ুম জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সবুর,যুবদল নেতা শফি, ছাত্রদল নেতা দিদার ফিরোজসহ প্রমুখ নেতৃবৃন্দ।