সাতকানিয়ার বায়তুল ইজ্জতস্থ বর্ডাগার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজে বিজিবি ও বিএসএফ এর প্রশিক্ষণ সম্পন্য হয়েছ এ নিয়ে কলেজের কমান্ড্যান্টব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন বলেন- সীমান্ত অপরাধ প্রতিরোধে এ প্রশিক্ষণ দুই বাহিনীর জন্যই সহায়ক ভূমিকা কাখবে। বিজিবি ও বিএসএফ উভয় বহিনীর মধ্যে সুসম্পর্ক গড়ে উঠার পাশাপাশি পারস্পরিক আস্থা বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক আরো জোরদার হবে। গত মঙ্গলবার সাতকানিয়ার বায়তুল ইজ্জতস্থ বর্ডার গার্ড বাংলাদেশ এর একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডাগার্ড ট্রের্নিং সেন্টার এন্ড কলেজ এর ব্যবস্থাপনায় বর্ডাগার্ড বাংলাদেশ (বিজিবি)ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)এর সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ক ১৪ দিন ব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রশিক্ষণ কর্মশালায় বিএসএফ এর ১০ জন অফিসার ও ১৪ জন অন্যান্য পদবীর সদস্য এবং বিজিবির ৫জন অফিসার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন করেন বর্ডারগার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো সাজ্জাদ হোসেন এনডিসি, পিএসসি। উক্ত প্রশিক্ষণে উভয় দেশের সীমান্ত সুরক্ষার অভিন্ন লক্ষ্যে সীমান্তে চোরচালান, মাদক অস্ত্র, নারী ও শিশু পাচার, অবৈধভাবে সীমান্তঅতিক্রমসহ সব ধরনের সীমান্তঅপরাধ প্রতিরোধে উভয় বাহিনীর জন্য সহায়খ ভূমিকা রাখতে সক্ষম হবে। সমাপনি অনুষ্ঠানে ডেপুটি কম্যান্ড্যান্ট কর্ণেল শাম্মি ফিরোজ, পিএসসি, বিজিটিসিএন্ডসি, বিজিবি এয়ার উইং এর উপ মহাপরিচালক কর্ণেল মো. মাহবুবুর রহমান, পিএসসি, বর্ডার গার্ড হাসপাতাল সাতকানিয়অর ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্ণেল মাহফুজুর রহমান, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের লে. কর্ণেল আজিজুল ইসলাম পিএসসি, লে. কর্ণেল মো. শাহীন আখতার, মেজর মোহাম্মদ আবুল হাসান, বিজিটিসিএন্ডসি এর অতিরিক্ত পরিচালক (সমন্বয়), মেজর মো. আবদুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজিটিসিএন্ডসি’র কমান্ড্যান্ট প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেন।