সাতকানিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

বাসের ধাক্কায় শামীম আহমেদ (৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৮ জুন) সকাল নয়টার দিকে সাতকানিয়া উপজেলার মিঠাদীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এ‌এসআই আলাউদ্দিন তালুকদার জানান, বাসের ধাক্কায় এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।