সাতকানিয়া উপজেলা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রশাসনের আয়োজনে সাতকানিয়া মডেল হাই স্কুল এর মাঠে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা গত ১৫ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। খেলায় আমিলাইশ ইউনিয়ন ২-০ গোলে নলুয়া ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে এবং ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দীনের সঞ্চালনায় খেলায় অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মো: অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), সহকারি কমিশনার (ভ‚মি) দীপঙ্কর তঞ্চঙ্গ্যা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক, মো: শাহাজাহান, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এল এমজি, আশিষ বরণ দেব, উপজেলা ক্রীড়া সংস্থা যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এইচএম হানিফ, নেজাম উদ্দিন চৌধুরী, তছলিমা আবছার, পৌর কাউন্সিলর নুরুল হক নুরুল্লাহ, রকিবুল হক ও মামুনুল হক, জায়াউর রহমান, মো: জাহাঙ্গীর আলম, মো: দিনার, রাহাত চৌধুরী, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ এনামুল হক, জাহেদুল ইসলাম পারভেজ প্রমুখ।