আমিলাইশ ইউনিয়নে চন্দনাইশ-সাতকানিয়ার প্রায় দেড় শতাধিক কৃষক নিয়ে নতুন জাতের উচ্চ ফলনশীল ‘হোয়াইট স্টোন ফুলকপি’র মাঠ দিবস উদযাপন হয়েছে সম্প্রতি।
এ. আর. মালিক সিডস প্রাইভেট লিমিটেড দোহাজারী শাখার উদ্যোগে নিজস্ব শোরুমে এ উপলক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ। জোনাল ইনচার্জ ফরহানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এ. আর. মালিক সীডস প্রা. লি. এর ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক। এ সময় উপস্থিত ছিলেন ডিভিশনাল ইনচার্জ আওলাদ হোসেন, বাহার উদ্দীন সওদাগর, আবু তৈয়ব প্রমুখ।
উল্লেখ্য, চন্দনাইশ-সাতকানিয়ার ফুলকপি চাষিদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে এ. আর. মালিক সিডসের নতুন চমক হোয়াইট স্টোন ফুলকপি। নতুন জাতের এ ফুলকপি ওজনে ২ থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে। দেখতেও ধবধবে সাদা ও শক্ত প্রকৃতির হয়। একসময় এ এলাকার চাষিরা স্থানীয় জাতের ফুলকপির চাষ করলেও বর্তমানে হোয়াইট স্টোন ফুলকপি চাষের ওপর বেশি ঝুঁকে পড়েছেন।