গত ১ মার্চ শুক্রবার সকাল ১০টায় প্রথম বারের মত জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়াতনে উপজেলা নির্বাচন অফিসার শেখ ফরিদের সভাপিত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুজিবুর রহমান ও সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন-নবী খোকন। র্যালি ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, পৌর কাউন্সিলর সাইফুল আলম সোহেল, মো. নুরুল হক নুরুল্লাহ, নেচার উদ্দীন চৌধুরী, এনামুল হক, পৌর মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মামুনুল হক, উপজেলার সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, স্কাউট সদস্য প্রমুখ। ভোটার হব, ভোট দেব এই শ্লোগান নিয়ে র্যালী উপজেলা সদর থেকে পৌর এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে ফিরে আসে।