সাতকানিয়ায় প্রকাশ্যে অস্ত্র হাতে যুবককে ঘুরাফেরা, পুলিশে সোপর্দ করল জনতা।

সাতকানিয়ায় এক যুবক প্রকাশ্যে অবৈধ অস্ত্র হাতেনিয়ে ঘোরাফেরা করার সময় যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত বুধবার রাতে উপজেলার আমিলাইষ ইউনিয়নের দক্ষিণ আমিলাইষ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম শাহাদাৎ হোসেন (২২)

এলাকাবাসী জানান, আমিলাইষ ইউনিয়নের দক্ষিণ আমিলাইষ ৬নং ওয়ার্ডের সিকদার পাড়ার সিরাজুল ইসলামের পুত্র শাহাদাৎ হোসেন গত কয়েকদিন ধরে অবৈধ অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করে। এসময় এলাকার লোকজনকে নানা বিষয়ে হুঙ্কারও দেয়। ঘটনার দিন রাত সাড়ে ৯টার সময় শাহাদাৎ অস্ত্র হাতে নিয়ে দক্ষিণ আমিলাইষের হারুন সওদাগরের দোকান এলাকায় আসে। তখন স্থানীয় জনতা তাকে আটক করে সাতকানিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত অস্ত্র–কার্তুজসহ শাহাদাৎ হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন জানান, গ্রেপ্তারকৃত শাহাদাৎ পুলিশের জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্র হাতে নিয়ে এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করার কথা স্বীকার করেছে। সে জানিয়েছে, গত কয়েকদিন আগে কামরুল নামের এক ইলেক্ট্রেশিয়ান অস্ত্রটি তাকে রাখতে দিয়েছে। তার কাছে থাকা অবস্থায় অস্ত্রটি নিয়ে এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেছে। ঘটনার দিন রাতে অস্ত্রটি কামরুলকে ফেরৎ দিতে যাচ্ছিল বলে জানায়। ওসি আরো জানান, গ্রেপ্তারকৃত শাহাদাৎ হোসেনের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রটি একটি দেশিয় তৈরি এলজি। তার বিরুদ্ধে উদ্ধারকৃত অস্ত্র–কার্তুজের ব্যাপারে সাতকানিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।