সাতকানিয়ায় পৌর এলাকায় সড়কের উদ্বোধন করলেন এমপি নদভী

সাতকানিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে উপজেলা পর্যন্ত সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন কাজ শুভ উদ্বোধন করেন ড.আবু রেজা নদভী এমপি।

সোমবার  সাতকানিয়া পৌরসভা’য় সাতকানিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে উপজেলা পরিষদ পর্যন্ত সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন কাজ শুভ উদ্বোধন করেন সাতকানিয়া-লোহাগাড়া’র মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ার, মুক্তিযোদ্ধা এল এম জি আবু তাহের, সাতকানিয়া উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল, যুগ্ম-আহবায়ক আ.ন.ম সেলিম চৌধুরী, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান নেজাম উদ্দিন, সাতকানিয়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক হারেজ মোহাম্মদ, প্যানেল মেয়র মোহাম্মদ আলী, এ কে এম মোরর্শেদ, মোহাম্মদ সোহেল, এটিএম সাইফুল প্রমুখ।