সাতকানিয়ায় পিডিবির আরেকটি বিদ্যুৎ লাইন উদ্বোধন

সাতকানিয়ায় আরেকটি বিদ্যুৎ লাইন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পিডিবির মরফলা-গাটিয়াডেঙ্গা-আমিলাইশ বিদূৎ লাইন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রফেসর ডক্টর আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী। এসময় উপস্থিত ছিলেন পিডিবির প্রধান প্রকৌশলী শামসুল ইসলাম, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুস সালাম চৌধুরী, সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসাইন, উপজেলা প্রকৌশলী পারভেজ সরোয়ার হোসেন। নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ মিঞা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাফেজ আহমদ, আওয়ামী লীগ নেতা এম,এ নবী, আ,জ,ম সেলিম, লোকমান সওদাগর, আব্দুল শুক্কুর, এ,টি,এম সাইফুল আলম, বিশিষ্ট সমাজ সেবক লিয়াকত আলী, আব্দুল আজিজ, মনসুর আহমেদ, উপজেলা যুবলীগ নেতা মামুনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রাসেল, জেলা ছাত্রলীগ নেতা মিনহাজ, যুবলীগ নেতা কাইছার আহমদ কচির, আমিলাইশ যুবলীগের সভাপতি নিজামউদ্দিন বাদশা, মাদার্শা যুবলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, রেজাউল করিম সুজন, আনোয়ার হোসেন, আবু সৈয়দ, মোক্তার হোসেন, মোঃ মহিউদ্দিন, ছাত্রলীগ নেতা তোফায়েল, নুর হোসেন, খোরশেদ, মাহফুজ, সোহান মাহমুদ সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।