সাতকানিয়ায় পাঁচ হাজার পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করলেন এমপি নদভী

সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে প্রায় পাঁচ হাজার দুঃস্থ ও অসহায় দরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ড.আবু রেজা নদভী এমপি।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় মাদার্শা ইউনিয়নে প্রায় পাঁচ হাজার দুঃস্থ অসহায় ও হত দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন, সাতকানিয়া-লোহাগাড়া’র সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা, সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন, লোহাগাড়া থানার ওসি সাইফুল ইসলাম, মাদার্শা ইউপি চেয়ারম্যান আ.ন.ম সেলিম, এওচিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান নেজাম উদ্দিন, আমেলাইশ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, লোহাগাড়া কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ওয়াহেদ, আমিরাবাদ ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহম্মদ ইউনুছ, সাতকানিয়া উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল, যুগ্ম আহবায়ক হারেজ মুহাম্মদ, থানা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জোবায়র, কায়েস চৌধুরী, স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব এস এম সাহেদ, মাদার্শা ইউপি সদস্যবৃন্দরা ছাড়া ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিতরণকৃত দ্রব সামগ্রী মধ্যে ছিলেন, ছেলা, ডাল তেল, খেজুর, চাল, লুঙ্গি, শাড়ি ও নগদ টাকা।