সাতকানিয়ায় নেজামুদ্দিন নদভী এমপির সাথে পূজা পরিষদের মতবিনিময়

সাতকানিয়ায় প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র সাথে দক্ষিণ জেলা পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। এ সময় পরিষদ নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। দক্ষিণ জেলা পূজা পরিষদের সভাপতি জিতেন কান্তি গুহ ও সাধারণ সম্পাদক পরিমল দেবের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পরিষদের প্রাক্তন সভাপতি ড. বিপ্লব গাঙ্গুলি, সহ-সভাপতি ঝুন্টু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন পালিত, ভবশংকর ধর, এড. নিলু কান্তি দাশ, বিশ্বজিৎ দাশ, আশীষ মিত্র, লিটন নাথ, এড. রিগ্যান আচার্য্য, ইন্দ্রজিৎ দাশগুপ্ত, দিপাল অরিন্দম পাল, তরুণ মজুমদার, প্রকৌশলী সমর মিত্র, আশীষ দাশ, অলক কুমার দে, মেম্বার চন্দন ধর, রাহুল মিত্র বাপ্পা, অর্ণব মজুমদার, প্রান্ত কারণ, জয় দত্ত, জয় সেনগুপ্ত, দোলন কান্তি দে, উজ্জ্বল নাথ প্রমুখ। মতবিনিময়কালে মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি আসন্ন শারদীয় দুর্গাপূজায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।