সাতকানিয়ায় নারী উন্নয়ন মেলা

আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো- নারী পুরুষ সমতায়, নতুন বিশ্ব গড়ো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৮ মার্চ শুক্রবার সকাল ১০টায় সাতকানিয়া উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে ২ দিন ব্যাপাী নারী উন্নয়ন মেলার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মো. শেখ ফরিদ, পৌরসভা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মামুনুল হক, উপজেলা প্রকল্প জিবিকায়ন কর্মকর্তা মো. আবু বক্কর ছিদ্দিক, মহিলা মেম্বার নারগিছ আকতার, এনজিও সংস্থা ব্র্যাক এর ম্যানেজার মো. রেজাউল করিম, সূর্যের হাসি ক্লিনিক এর ম্যানেজার মো. আলাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী মো. এমদাদুল হক, আইজিএ প্রশিক্ষিকা জন্নাতুল ফেরদৌস সুখি, রোবায়েত তাবাচ্ছুম আখি, অফিস সহায়ক মো. বিল্লাহ হোসেন ও প্রশিক্ষণার্থীবৃন্দ।