চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা এলাকা থেকে ধর্ষণ মামলার আসামীসহ ৪ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ ।
মঙ্গলবার (২৭ মার্চ) দিনগত রাতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানা পুলিষ সূত্রে জানায়, চট্টগ্রাম জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে বারদোনা এলাকা থেকে ধর্ষণ মামলার আসামী ইছহাক মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিক(২২) গ্রেপ্তার করা হয়। এছাড়াও পরোয়ানাভুক্ত মামলার আসামী রফিকুল ইসলাম (৪৩), আবদুল শুক্কুর (৪০) মো. সোলেমান (৩১) ও মো. বশির আহমদ (৩০) কে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।