সাতকানিয়ায় এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের মামলায় ধর্ষক আবু বক্কর নামে এক ব্যাক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-৪ এর বিচারক মোস্তফা আহমেদ উক্ত আদেশ দেন । আবু বক্কর পেশায় একজন গাড়ি চালক। সে ধর্ষিতার দূর সম্পর্কের মামা। আদালত সূত্রে জানা যায়, ধর্ষিতার মামা ফরিদুল আলম বাদী হয়ে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। মামলার আর্জিতে অভিযোগ করা হয় গত বছরের ১৮ ডিসেম্বর রাত ৯ টায় ২০ বছরের বুদ্ধি প্রতিবন্ধী যুবতী পুকুরঘাটে যায়। এ সময় তাকে একা পেয়ে আবু বক্কর ধর্ষণ করে। পরে প্রতিবন্ধী যুবতী অন্তঃসত্তা হলে বিষয়টি জানাজানি হয়ে যায়। আবু বক্করের দুইজন স্ত্রী রয়েছে।পিবিআই এর তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়া যায়। ফলে তদন্ত রিপোর্ট আমলে নিয়ে আবু বক্করের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন হিউম্যান রাইটস ফাউন্ডেশনের এডভোকেট এ. এম জিয়া হাবীব আহসান, এহভোকেট এ. এইচ. এম জসিম উদ্দিন সহ আরো অনেকে।