সাতকানিয়া উপজেলার দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম-১৫ আসন (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী পত্নী রিজিয়া রেজা চৌধুরী ।
শুক্রবার বিকেল ৩টায় সাতকানিয়া উপজেলা মিলনায়তনে অসহায় ও দরিদ্রদের মাঝে এমপি’র পক্ষ থেকে কম্বল ও বেডসিট বিতরণ করেন।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্ম কর্তকর্তা(ইউএনও) মোবারক হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার দীপংকর তংচংগ্যা , সাতকানিয়া উপজেলা সংরক্ষিত মহিলা আসনের সদস্য নার্গিস আক্তার মুন্নী, হামিদা বেগম, ফাতেমা বেগম, হোসনে আরা বেগম, জমিলা খাতুন, মহিলা মেম্বার জিনিয়া আক্তার, চম্পা দেবী সোমা, দেলোয়ার হোসন বেলাল, মো ইদ্রীচ, আব্দুর রহিম,ষৌলক দিদিসহ মহিলা নেতৃবৃন্দরা ।
প্রধান অতিথি বক্তব্য রিজিয়া রোজা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নই হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সেই কাজ করে যাচ্ছে। তাঁর স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে হবে।