আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে গত ৯ ডিসেম্বর সাতকানিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মুখ রাস্তায় মানববন্ধন পালন করা হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান এবং সাতকানিয়া দুর্নীতি দমন কমিশনের সভাপতি প্রফেসর ড. জাহেদ হোসাইন সিকদার, সহকারি কমিশনার ভ‚মি দীপঙ্কর তঞ্চঙ্গ্যা, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুজিবুর রহমান, উপজেলা মৎস্য অফিসার মানস মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজীম শরিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুল হোসাইন, উপজেলা সমবায় অফিসার ফাতেমা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক মোহাম্মদ আবদুল খালেক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহেনাজ আকতার, চরতী ইউপি চেয়ারম্যান ডা. রেজাউল করিম, আমিলাইষ ইউপি চেয়ারম্যান এইচ এম হানিফ, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম সোহেল, দুর্নীতি দমন কমিশন সাতকানিয়া উপজেলার সাধারণ সম্পাদক বজলুর রহমান, সাতকানিয়া পৌর মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মামুনুল হক প্রমুখ।