সাতকানিয়ায় দুই বখাটের অর্থদণ্ড ও মুচলেকা

সাতকানিয়ায় স্কুলছাত্রীদের ইভটিজিং–এর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুই বখাটে যুবকের কাছ থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। পাশাপাশি নেয়া হয় মুচলেকা। গত সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর তঞ্চঙ্গা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল কবির বলেন, সাতকানিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা স্কুলে যাওয়া ও আসার সময় ছাত্রীদের বিভিন্নভাবে কয়েকজন বখাটে যুবক প্রায় সময় ইভটিজিং করতো। এ ব্যাপারে বখাটেদের নিষেধ করলেও তারা শুনেনি। গত সোমবার বিকালে স্কুলের ছাত্রীরা অর্ধবার্ষিক পরীক্ষাশেষে বাড়ি ফেরার পথে বখাটে দুই যুবক ছাত্রীদের ইভটিজিং করে।
ছাত্রীরা বিষয়টি আমাকে জানালে তাৎক্ষণিক আমি আমার ওয়ার্ডের আওতাধীন ঘটনাস্থল মধ্যম রামপুর এলাকায় গিয়ে দুই বখাটে যুবককে আটক করে উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ে নিয়ে যায়। আটক বখাটেরা হলো : পৌরসভার ৭ নং ওয়ার্ডের ভোয়ালিয়া পাড়া এলাকার নজরুল ইসলাম প্রকাশ নবাব আলীর ছেলে তারেকুল ইসলাম (২০) ও একই এলাকার মৃত ওমর আলমের ছেলে দেলোয়ার হোসেন (১৯)। সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, স্কুলছাত্রীদের ইভটিজিং করার অভিযোগে স্থানীয়রা ২ বখাটে যুবককে ধরে আমার কার্যালয়ে নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তারেকুলকে ৯ হাজার ও দেলোয়ারকে ৫ হাজার টাকাসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া নেয়া হয় মুচলেকা।