সাতকানিয়ায় দুইশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ

নতুন বছরের প্রথম দিনেই সাতকানিয়া উপজেলার দুইশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়েছে। 
সোমবার সকাল থেকে সাতকানিয়া উপজেলার ৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪২ উচ্চবিদ্যালয়, ৩১ টি মাদরাসা, ৮০ টি সরকারি বেসরকারি  ইবতেদায়ী মাদরাসা এসব পৌছে দেয়া হয় বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তারা।
সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিম শরীফ বলেন, উপজেলার ৪২টি উচ্চবিদ্যালয়, ৩১ টি মাদরাসা, ৮০ টি সরকারি বেসরকারি  ইবতেদায়ী মাদরাসায় ৮ লাখ ৩০ হাজার নতুন বই নির্দিষ্ট সময়ে পৌছে দেয়া হয়। 
এসব বই নিয়ে সাতকানিয়ার স্কুল ও মাদরাসাগুলোতে  বিনামূল্যে বই উৎসব হয়েছে। বছরের প্রথম দিনেই সরকারের দেয়া বিনামূল্যের বই পেয়েছে শিক্ষার্থীরা । এ উপলক্ষে উপজেলার  সাতকানিয়া মডেল হাইস্কুলে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব ২০১৮ এর আয়োজন করা হয়।
১ জানুয়ারি সকাল১০ টায় স্কুল প্রাঙ্গনে বই বিতরণ অনুষ্ঠানের স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের এর   সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন।  মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরীসহ অন্যান্যরা।  
বছরের প্রথম দিনেই হাতে নতুন পেয়ে  মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিশু-কিশোররা আনন্দ আর উচ্ছ্বাসে মেতে উঠেন।