সাতকানিয়ায় ঢেমশা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক আবুল ফজলের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত

সাতকানিয়া উপজেলার ঢেমশা উচ্চ বিদ্যালয় ও প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের যৌথ উদ্যোগে বিকাল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গলে শিক্ষক আবুল ফজলের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- শিক্ষকরা কখনো মৃত্যুবরণ করেন না। তারা ছাত্রদের মাঝে বেঁচে থাকেন। আবুল ফজলের মতো নিবেদিত শিক্ষকরাই সমাজকে আলোকিত করতে পারেন। ঢেমশা স্কুলে ৪৩ বছরের শিক্ষাজীবনে তার অবদান ছিল অনস্বীকার্য।
এতে বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রুপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান।
বিশেষ অতিথির বক্তব্যে কবি আবুল মোমেন বলেন, শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর শিক্ষকদের যথাযথ মূল্যায়ন না হলে সমাজের অগ্রগতি বাধাগ্রস্ত হবে। সমাজ বিকাশের জন্য সামাজিকভাবে শিক্ষকদের মূল্যায়িত করতে হবে। তিনি আরো বলেন, সবাই শিক্ষক নন, কেউ কেউ শিক্ষক। যিনি অকাতরে ধর্ম বর্ণ নির্বিচারে জ্ঞান বিতরণ করেন তিনিই প্রকৃত শিক্ষক।
শোকসভায় সভাপতিত্ব করেন ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের আহ্বায়ক সুভাষ চন্দ্র দাশ। সূচনা বক্তব্য দেন ঢেমশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার। বিদ্যালয়ের শিক্ষক সুকান্ত ধর ও নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সদস্য সচিব মোর্শেদ আলম চৌধুরী, মাস্টার ফরিদুল আলম, শিক্ষক অমল কান্তি বড়ুয়া, শশী ভূষণ বড়ুয়া, শিক্ষক অমরেন্দ্র নাথ চক্রবর্তী, অরুণ কান্তি মল্লিক, উত্তম চক্রবর্তী, নারায়ণ কান্তি দাশ, কামাল উদ্দীন, মো. ইয়াকুব মিয়া মাস্টার, সাংবদিক মিহির কর, শ্যামল দাশ, কবি-সাংবাদিক আসিফ ইকবাল, হাজী জসীম উদ্দীন, ডা. বিপ্লব পালিত, সৈকত চৌধুরী প্রমুখ।