সাতকানিয়ায় টেক্সিচালকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

সাতকানিয়াতে হাইওয়ে পুলিশের গুলিতে ট্যাক্সি চালক গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে ও পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশেরা গাড়ি আটকের নামে চালক ও মালিকদেরকে হয়রানি, অতিরিক্ত ফি আদায়, গাড়ি আটক রেখে অবৈধ চাঁদা বাণিজ্য বন্ধের দাবিতে শ্রমিক সংগঠনের সম্মিলিত উদ্যোগে মানববন্ধন ২৭ এপ্রিল অনুষ্ঠিত হয়।

বাদে জুমা পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বোয়ালখালী সিএনজি অটোরিক্সা-অটোটেম্পো-হালকা মালিক ও চালক কল্যান সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুর ছত্তার।

প্রধান অতিথি ছিলেন শ্রমিক সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মো. কামাল উদ্দিন।

তিনি বলেন, মুষ্টিময় কিছু দুর্নীতিবাজ পুলিশ সদস্যদের কারণে বাংলাদেশের গৌরবোজ্জ্বল পুলিশ বাহিনীর সম্মান ক্ষুণ্ন হচ্ছে। তাদের চিহ্নিত করার সময় এসেছে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অটোরিক্সা, অটোটেম্পো শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিছ, চট্টগ্রাম অটোরিক্সা, অটোটেম্পো ড্রাইভার ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, চট্টগ্রাম আওয়ামী মোটর চালক লীগের বোয়ালখালী শাখার সভাপতি মো. নুরুল আলম, শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মো. আজগর, অর্থ সম্পাদক মো. আলী আজম, মো. রুবেল, মো. সাইফুল ইসলাম, মো. একরাম, মো. রফিক, মো. সেলিম, টিংকু পালিত, জসিম উদ্দিন খন্দকার, সমাজ সেবক হাজী আব্দুস ছবুর, মো. মাসুম চৌধুরী, সমিরন পাল, শ্রমিক নেতা মো. কায়ছার, মো. ইদ্রিস প্রমুখ।