সাতকানিয়ায় জামায়াত নেতা গ্রেপ্তার

সাতকানিয়ায় ৭ মামলার আসামী জামায়াত নেতা আলমগীর মোর্শেদ (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে বাজালিয়া বাস স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছদাহা ইউনিয়নের উত্তর ছদাহা মিজির বাড়ির মৃত মাওলানা আহমদ হোসেনের পুত্র,ছদাহা ইউনিয়ন জামায়াতের আমীর ও সাত মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আলমগীর মোর্শেদ গতকাল সকালে বাজালিয়া বাস স্টেশন এলাকায় অবস্থান করছিল।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার এসআই আক্কাস আলী ও এএসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার ওসি (তদন্ত) মুজিবুর রহমান জানান,গ্রেপ্তারকৃত আলমগীর মোর্শেদ ছদাহা ইউনিয়ন জামায়াতের আমীর।
গ্রেপ্তারকৃত আসামিকে গতকাল আদালতে প্রেরণ করা হয়েছে।