১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
সকালে সাতকানিয়া উপজেলা প্রশাসনের কর্মসূচীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব, সিআইপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) হাসানুজ্জামান মোল্লা, ভাইস চেয়ারম্যান সালাহউদ্দীন হাসান চৌধুরী,ভাইস চেয়ারম্যান ( মহিলা) আঞ্জুমান আরা বেগম, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দুপুরে হয় সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যেগে ভার্চুয়াল মিটিং (জুম অ্যাপসের মাধ্যমে)।
বিকেলে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল এবং সতেরটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১০০০ জন গরীব অসহায় মানুষদের মাঝে বিতরনের জন্য শাড়ি- লুঙ্গি ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।
মহান আল্লাহর দরবারে বাঙ্গালী জাতির মহান নেতা এবং উনার পরিবারের যে সকল সদস্যবৃন্দ, পনের আগষ্টের বিভীষিকাময় মূহুর্তে শাহাদাত বরণ করেছিলেন তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।