সাতকানিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সাতকানিয়া উপজেলার মধ্যম দুরদুরী চরতী কাতার পল্লী মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদের সহধর্মীণি ও বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী মিসেস রিজিয়া রেজা চৌধুরী।

তিনি বলেন শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী। ১৯৭৫ সালের এইদিন অতিপ্রত্যুষে ঘটেছিল ইতিহাসের সেই কলঙ্কজনক ঘটনা। সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও বিপথগামী সৈনিকের হাতে স্বপরিবারে প্রাণ দিয়েছিলেন বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোহাম্মদ নুর হোসেন, সাতকানিয়া উপজেলা তাঁতী লীগের সভাপতি সোহরাব মিন্টু, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিন মিন্টু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল হোসেন, ইউপি সদস্য মালেক, ফরিদুল আলম চরতি ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ফরুদুল আলম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম, যুগ্ম-আহবায়ক চরতি ইউনিয়ন ছাত্রলীগ মো. সাইফুদ্দিন সাইফুল, মুহিবুল্লাহ প্রমুখ।