চট্টগ্রামের সাতকানিয়া থানার বাজালিয়া থেকে ১২০ লিটার চোলাইমদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত ৯ টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফদারকৃতরা সাতকানিয়া থানার ছদাহা ইউনিয়নের দক্ষিণ হাঙ্গর রাজঘাটা এলাকার সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম সায়েম (১৯), বাজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকার শামসুল ইসলামের ছেলে মাহাবুব ইসলাম (২২) ও লোহাগাড়া থানার উত্তর পদুয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে আবুল কাশেম (২৫) ।
সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসাইন জানান, চলমান বিশেষ অভিযানে রাত ০৯টার সাতকানিয়া থানার এসআই মো.ইয়ামিন সুমন এর নেতৃত্বে বিশেষ অভিযান টিম পশ্চিম বাজালিয়া প্রসন্নগুহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর একটি যাত্রীবাহী পিকআপ গাড়ী তল্লাশী করে ১২০ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ এই তিনজনকে গ্রেফতার করে।
এসময় তাদের আরেক সহযোগী আসামী মো. ফারুক (৩৫) কৌশলে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।