সাতকানিয়ায় ছিনতাই মামলার আসামী জয়নাল আবেদীন (২৫) তার সহযোগী শৈহ্লাসিং মার্মাকে (২২) একটি গুলি ভর্তি এলজিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে সাতকানিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ ছিটুয়া পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জয়নাল আবেদীন ৫নং পৌর ওয়ার্ড ছিটুয়া পাড়ার আব্দুল মাবুদের ছেলে এবং শৈহ্লাসিং মার্মা বান্দরবান জেলার থানচি থানার ১নং রেমাক্রী ইউনিয়নের সামাপ্রু মার্মার ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ মজিবুর রহমান, এসআই মো. সিরাজুল ইসলাম, এসআই দীপন চন্দ্র সরকার, এসআই কাজী মো. গোলাম কিবরিয়া, এএসআই মো. মোবারক হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ ছিটুয়া পাড়ায় অভিযান চালিয়ে ছিনতাই মামলার আসামী জয়নাল আবেদীন ও শৈহ্লাসিং মার্মাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ।
আসামী জয়নাল ও তার সঙ্গীয় শৈহ্লাসিং মার্মার কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার হওয়ায় তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হচ্ছে বলেও জানান পুলিশ।