সাতকানিয়ায় কেএসআরএম মালিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাতকানিয়ায় ইফতার সামগ্রী বিতরণের সময় পদদলনে ১০ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলা মামলা মিথ্যা । এই মামলা প্রত্যাহারের দাবিতে ৫ কিলোমিটারের অধিক লম্বা মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সাতকানিয়ার উপজেলার ঢেমশা ইউনিয়নের কার্ত্তিকের দোকান থেকে শুরু করে নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার বিস্তৃত এলাকায় এই মানববন্ধনে এলাকাবাসী জড়ো হয় এবং বেলা ১ টার দিকে শেষ হয়।

সাতকানিয়ার সর্বস্তরের মানুষের ব্যানারে আয়োজনে এই মানববন্ধনে সাতকানিয়া উপজেলার থেকে হাজারো নারী-পুরুষ জড়ো হয়। তাদের সাথে এতিমখানার শিক্ষার্থীরাও ছিল।

এসময় ‘শাহজাহান সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার কর’, ‘শাহজাহান সাহেবের বিরুদ্ধে মামলা চাই না’, ‘শাহজাহান সাহেবর সম্মান ক্ষুন্ন হতে দেব না’, ‘এলাকাবাসীর সর্বনাশ করবেন না’ ‘ গবীরে পেলে লাতি মারবেন না’ সাতকানিয়ার মানুষ অকৃতজ্ঞ নয়, মিথ্যা মামলার হবে পরাজয়’ ‘সাতকানিয়াবাসীর দাবি একটাই মিথ্যা মামলা প্রত্যাহার চাই’ মামলা চাই না ত্রাণ চাই’সহ নানা স্লোগান সম্বলিত প্লেকার্ড পেস্টুন, ব্যানার বহন করে মানববন্ধন করে হাজারো এলাকাবাসী।

এর আগে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে গত মঙ্গলবার সকালে সাতকানিয়া থানায় খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা নিহত হাসিনা আক্তারের স্বামী মোহাম্মদ ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে কেএসআরএমের মালিক মোহাম্মদ শাহজাহানকে। এছাড়াও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ৩০৪-এর ক ধারায় মামলা করা হয়। মঙ্গলবার ঘটনাস্থলের আশপাশ অভিযান চালিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা অজ্ঞাত ৪ আসামিকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেয়া পর্যন্ত আদালত তাদেরকে জামিন দেন।

এর আগে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নলুয়া ইউনিয়নের গাটিয়াডাঙ্গা গ্রামের হাঙ্গরমুখ এলাকার কাদেরিয়া মুঈনুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে পদদলনের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ৯টি মরদেহ উদ্ধার করে।