সাতকানিয়ায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

নারী শিক্ষায় সাফল্য অর্জনে বাংলাদেশ ছুয়েছে নতুন মাইল ফলক। এক সময় নারী শিক্ষা উচ্চবিত্ত ও শহুরে কিছু পরিবারে সীমাবদ্ধ ছিল। সেই ধারণা থেকে বেরিয়ে এসে গত এক দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষায় নারী শিক্ষার সকল ক্ষেত্রে বাংলাদেশ র্ঈষণীয় সাফল্য আন্তর্জাতিকভাবে প্রসংশা র্অজন করেছে বলে মন্তব্য করেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচপি) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা ডা. আ ম ম মিনহাজুর রহমান। তিনি গতকাল (মঙ্গলবার) দুপুরে সাতকানিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ বিদ্যালয় থেকে ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলনে। বিদ্যালয়রে প্রধান শিক্ষক পরমিল কান্তি পাল ও সিনিয়র শিক্ষক উত্তম চক্রবর্তীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া আদর্শ মহলিা কলেজের অধ্যাপক রুহুল কাদের, বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য আলহাজ শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য মো. হানিফ ও শফিকুল ইসলাম শফি। অনুষ্ঠানে সকল কৃতকার্য শিক্ষার্থী উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখনে অন্তরা পরমা, জাবিন আক্তার, নিশাত আক্তার, জেকি দেবী ও অপি চৌধুরী। উল্যেখ্য, এ বছর এ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫ জনসহ মোট ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।