সাতকানিয়ায় ওসির বিদায় ও বরণ

সদ্য পদোন্নতি পাওয়া সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হোসেনের বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ সফিউল কবীরের যোগদান উপলক্ষে বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টায় থানা প্রাঙ্গণে ওসি (তদন্ত) মজিবুর রহমানের সভাপতিত্বে ও এসআই আক্কাস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নেজাম উদ্দিন, খাগরিয়ার চেয়ারম্যান আকতার হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান, উপপরিদর্শক (এসআই) হিরু বিকাশ, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ মিজান, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শফি।