সাতকানিয়ায় এগিয়ে চলো’র পক্ষথেকে চোখের চিকিৎসা করার জন্য আর্থিক অনুদান

সাতকানিয়ায় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন এগিয়ে চলো চট্টগ্রাম টিমের পক্ষথেকে গত ৫ অক্টোবর শুক্রবার সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে উন্নয়ন মেলার মঞ্চে একজন প্রথম শ্রেনীতে পড়ুয়া ছাত্র মো. হাসানের চোখের চিকিৎসা করার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের এগিয়ে চলো’র পক্ষে অর্থ বিতরণ করেন, এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি দীপঙ্কর তঞ্চঙ্গ্যা, বিশিষ্ট রাজনীতিবিদ নুরুল আবচার চৌধুরী, মোজ্জামেল হক, মো. শাহজান, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এল.এম.জি সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।