সাতকানিয়ায় ইফতার সামগ্রী বিতরণ করলেন রিজিয়া রেজা চৌধুরী

সাতকানিয়া পৌরসভা ও পশ্চিম ঢেমশা’ইউনিয়নের  দুঃস্থ ও অসহায় দরিদ্রদের মাঝে এমপি নদভী’র পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন রিজিয়া রেজা চৌধুরী।

শনিবার বিকাল ৩টার দিকে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাতকানিয়া পৌরসভা ও পশ্চিম ঢেমশা ইউনিয়নে’র প্রায় চার হাজার দুস্থ ও অসহায় দরিদ্রদের মাঝে  ড.আবু রেজা নদভী এমপি’র পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন ড.আবু রেজা নদভী এমপি মহোদয় এর সহধর্মিণী ও বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী এবং সাথে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র-সহ সভাপতি মাষ্টার ফরিদুল আলম, স্থানীয় এমপি একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, সাতকানিয়া উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল, যুগ্ম আহবায়ক আ.ন.ম সেলিম চৌধুরী, হারেজ মুহাম্মদ, পৌরসভা যুবলীগ নেতা রুবেল রাজ, দেলোয়ার হোসেন বেলাল, মোহাম্মদ হাসান, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইদ্রীচ, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বকুল আরা বেগম, নার্গিস আক্তার মুন্নি, নরু নাহার বেগম ।

এসময় রিজিয়া রেজা চৌধুরী বলেন, তিনি বলেন এই ইফতারী দেয়া হচ্ছে রোজাদারে জন্য উপহার হিসাবে,ত্রান হিসাবে নয়। তিনি আরো বলেন সাতকানিয়া-লোহাগাড়া’য় যে উন্নয়ন হয়ছে তা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে।