চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইফতারসামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একইসাথে আরো অর্ধশতাদিক অসুস্থ্য হয়ে পড়ে।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে নলুয়া ইউনিয়নের গাটিয়াডেঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।
সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসাইন বলেন, নলুয়া ইউনিয়নের গাটিয়াডেঙ্গা এলাকায় একটি বাড়িতে আসন্ন রমজান উপলক্ষে ৩০-৪০ হাজার পরিবারের সদস্যদের ইফতারসামগ্রী বিতরণ করতে গেছে। মানুষের উপচেপড়া ভিড়ে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো অর্ধশতাধিক লোক অসুস্থ্য হয়ে পড়ে। নিহতরা সবাই মহিলা। তারা বান্দরবান কক্সবাজার, চকরিয়া, সহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এসেছে।
ওসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনার পর থেকে ইফতারসামগ্রী বিতরণ বন্ধ রাখা হয়েছে।ঘটনাস্থলে এখন পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত আছেন।