সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া উপজেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে গত ৩ ডিসেম্বর সাতকানিয়া উপজেলা পরিষদ মাঠে বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মো. জাহাঙ্গির আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপির উপ-পরিচালক রাজীব হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেনাজ আকতার।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা আসন্ন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শেখ ফরিদ, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উননবী খোকন, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তদন্ত মুজিবুর রহমান, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক সরিত কুমার রুদ্র, সোনালী ব্যাংক ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সেলিম আহমদ প্রমুখ।
প্রধান অতিথি বলেনজাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরণের সন্ত্রাস, নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারিদের কঠোরভাবে দমন করা হবে। অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার ভিডিপির সদস্যরা একযোগে কাজ করবে। আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে হবে। সমাবেশে প্রতিবেদন পেশ করেন দলনেতা আবুল মনছুর সিকদার ও দলনেত্রী নুরুন্নাহার, সমাবেশে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে সাইকেল ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
আলােকিত সাতকানিয়া/এইচএম