সাতকানিয়ায় আগুনে পুড়েছে ৬ ঘর

সাতকানিয়ায় গতকাল শুক্রবার সন্ধ্যায় এক অগ্নিকা-ের ঘটনায় ৬ বসত ঘর সম্পূর্ণ ভাবে পুড়ে ছাই হয়ে গেছে। উক্ত অগ্নিকা-ের ঘটনায় প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের আবদুল মোনাফ চেয়ারম্যানের বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এলাকাবাসী জানান, গতকাল সন্ধ্যায় কেঁওচিয়া ইউনিয়নের মোনাফ চেয়ারম্যানের বাড়ি এলাকার নাছির উদ্দিনের ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় মো. ইব্রাহিম, নজির আহমদ, জাফর আহমদ, জসীম উদ্দিন, ও খাইয়ের আহমদের বসত ঘর সম্পূর্ণ ভাবে পুড়ে যায়। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত জসীম উদ্দিন জানান, আগুনে আমাদের ৬টি বসত ঘর সম্পূর্ণ ভাবে পুড়ে গেছে। মুহূর্তের মধ্যেই নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। সব কিছু হারিয়ে এখন আমরা নিঃস্ব হয়ে গেছি। এদিকে, অগ্নিকা-ের খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে

গিয়ে পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. ইদ্রিচ জানান, অগ্নিকা-ের খবর পেয়ে আমরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তবে এর আগে ৬টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তিনি জানান, মূলত নাছির উদ্দিনের বসত ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।