সাতকানিয়া উপজেলা মিলনায়তনে আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠান সম্পন্ন হয়।
বুধবার সাতকানিয়া উপজেলা মিলনায়তনে আইন শৃঙ্খলা মিটিং ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া’র সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি,আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া থানা’র অফিসার ইনচার্জ রফিকুল হোসেন,সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম, মুক্তিযোদ্ধা এলএমজি আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম, মহিলা ভাইস চেয়ারম্যান দূরদানা,সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ার,বিআরডি এর চেয়ারম্যান এরফানুল করিম চৌধুরী, ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এর মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মানিক,মোহাম্মদ নেজাম,আ.ন.ম সেলিম চৌধুরী, নূর আহম্মদ, মোসাদ হোসেন চৌধুরী, এইচ এম হানিফ, রেজাউল করিম, মোহাম্মদ সালাম (ভারপ্রাপ্ত- কাঞ্চনা),আবু তাহের জিন্নাহ, তসলিমা বেগম, স্থানীয় সাংসদ এর সহকারী একান্ত সচিব এস এস শাহাদাৎ হোসাইন সাহেদ, ও আইন শৃঙ্খলা মিটিং এর সদস্যরা উপস্থিত ছিলেন।