সাতকানিয়ায় অভিযানে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ

গতকাল সোমবার দুপুরে সাতকানিয়া পৌর এলাকায় ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়কের পাশের অন্তত ১০০টি অবৈধভাবে স্থাপিত দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উপজেলা অফিস সূত্রে জানা যায়, আসন্ন রমজানের আগে পৌরসভা বাজার এলাকায় সড়কে যেন যানজটের সৃষ্টি না হয় এই উদ্দেশ্যে চলতি মাসে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এজন্য উপজেলা ও পৌরসভার পক্ষ থেকে মাইকিংও করা হয়। আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সোমবার দুপুর ১২টা থেকে সাতকানিয়া ইউএনও মো. মোবারক হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর তঞ্চঙ্গ্যার নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। প্রথমে পৌরসভা এলাকার উপজেলা গেইট থেকে শুরু করে কানু পুকুর পাড়, জুমা মসজিদ, ডলুব্রিজ, আদালত সড়ক, থানা ও সাতকানিয়া বাজার এলাকায় সড়কের পাশে গড়ে উঠা অন্তত ১০০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। জব্দ করা হয়, সড়কের পাশে পড়ে থাকা লোহার রড, কাঠ ও টিন। সেগুলো নিলাম দেয়া হবে।
সাতকানিয়া ইউএনও মো. মোবারক হোসেন বলেন, উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রমজান শুরুর আগে পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হয়। এতে পৌরসভা জনশক্তি ও উচ্ছেদ অভিযানের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে সহায়তা করেছেন। অভিযানের সময় জব্দকৃত লোহার রড, টিন ও কাঠগুলো আজ (মঙ্গলবার) নিলাম দেয়া হবে।