সাতকানিয়ায় অধ্যক্ষ সানাউল্লাহর বিদায় সংবর্ধনা

শিক্ষাবিদ সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ

সানাউল্লাহকে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা

হয়। গত বৃহস্পতিবার বরণ্য এ শিক্ষাবিদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম

জেলা ও পার্বত্য জেলা বান্দরবানের সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ,

উপাধ্যক্ষ, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ

বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। সাতকানিয়া সরকারি কলেজের

উপাধ্যক্ষ প্রফেসর কৃষ্ণ চন্দ্র দত্তের সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহযোগী

অধ্যাপক মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী এবং প্রাণীবিদ্যা বিভাগের সহকারী

অধ্যাপক মহুয়া বড়–য়ার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সরকারি

কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসান, পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ

প্রফেসর নাসির উদ্দিন মজুমদার, গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ

প্রফেসর মতিউর রহমান, সাতকানিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের

সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ

মাহফুজ-উন-নবী খোকন, লোহাগাড়া উপজেলার আলহাজ মোস্তাফিজুর রহমান

কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক, সাতকানিয়ার চিববাড়ী এমএ মোতালেব

কলেজের অধ্যক্ষ দিদারুল আলম চৌধুরী, উত্তর সাতকানিয়া জাফর আহমদ

চৌধুরী কলেজের অধ্যক্ষ আবু মোহাম্মদ, চরতী আল হেলাল আদর্শ কলেজের

অধ্যক্ষ মোহাম্মদ হারুনর রশিদ, বান্দরবান সরকারি কলেজের সহকারী

অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাছবাড়িয়া সরকারি কলেজের সহকারী

অধ্যাপক মোহাম্মদ হাছান সরওয়ার, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগ

সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন ও কলেজ ছাত্রনেতা মোহাম্মদ আয়াছ প্রমুখ।