‘উষ্ণ হোক সবার শীত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন অণুচক্রিকা ফাউন্ডেশন।
আঞ্জুমানে ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মধ্যে কম্বল বিতরণের মাধ্যমে গত ৯ ডিসেম্বর এ কার্যক্রম শুরু করেছে অণুচক্রিকা ফাউন্ডেশন। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন আঞ্জুমানে ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার কর্মকর্তা রশিদুল আলম, অণুচক্রিকা ফাউন্ডেশনের সদস্য সৈয়দ আবরার শাহরিয়ার স¤্রাট ও রাকিবুল হাসান রিফাত। স্বেচ্ছাসেবী সংগঠন অণুচক্রিকা ফাউন্ডেশনের মূল লক্ষ্য মুমূর্ষু রোগীদের জরুরি প্রয়োজনে বিনামূল্যে রক্তের জোগান দেয়া। পথশিশুদের ঈদ উৎসব, শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ছাড়াও নানা কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।