শিশুদের কম্পিউটার শিক্ষার আওতায় আনার উদ্দেশেই প্রাইমারি স্কুল পর্যায়ে সরকার ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বললেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
শনিবার সকাল থেকে চট্টগ্রাম-১৫ আসনের সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এসব লেপটপ বিতরণ করেন। এসময় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন, সাতকানিয়া পৌর সভার মেয়র মোহাম্মদ জোবোয়েরসহ অন্যান্যরা উপস্থিতি ছিলেন।
সকাল ১০টায় সাতকানিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে সরকার কর্তৃক প্রদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সাংসদ প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, শিশুদের কম্পিউটার শিক্ষার আওতায় আনার উদ্দেশেই প্রাইমারি স্কুল পর্যায়ে সরকার ল্যাপটপ বিতরণ করছে। সভার সভাপতিত্ব করেন সাতকানিয়ার ইউএনও মোহাম্মদ মোবারক হোসেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কতৃক প্রদত্ত লেপটপ বিতরণ ২০১৮ এর অংশ হিসেবে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে লেপটপ বিতরণ করা হয়।