সাতকানিয়ার ২ ওয়ার্ডের শূন্য আসনের নির্বাচন আজ

সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল অদুদ বার্ধক্যজনিত ও পশ্চিম ঢেমশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত মারা যাওয়ায় এ ওয়ার্ড দুটির ইউপি সদস্য পদ শূণ্য হওয়ায় সাতকানিয়ার দুই ইউনিয়নের দুটি ওয়ার্ডের শূন্য আসনে আজ (বুধবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে উপ-নির্বাচন। পশ্চিম ঢেমশা ও পুরানগড় ইউনিয়নে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুই ওয়ার্ডে দুইজন করে মোট চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রশাসনের পক্ষথেকে এ উপ-নির্বাচনকে কেন্দ্র যেন কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আজ (বুধবার) উপ-নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী পুরানগড়ের দক্ষিণ পুরানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও পশ্চিম ঢেমশার ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। এ ব্যাপারে দক্ষিণ পুরানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব বলেন, ইউপি সদস্য পদের উপ-নির্বাচনে এ কেন্দ্রে মোট ভোটার রয়েছে ১ হাজার ৫৬৭। তন্মধ্যে পুরুষ ৮০২ ও মহিলা ৭৬৫। ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ৮৬২। তন্মধ্যে পুরুষ ৪২০ ও মহিলা ৪৪২। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হোসেন বলেন, এ ইউপি সদস্যের উপ-নির্বাচনে প্রতি কেন্দ্রে ১জন এসআই, ২ জন এএসআই সহ মোট ১১ জন পুলিশ, ১৭ জন আনসার সদস্য ও ৯ জন গ্রাম পুলিশ সার্বক্ষনিক উপস্থিত থাকবেন। এছাড়া মোবাইলে ৮জন ও স্ট্রাইকিং এ ১০ জন করে পুলিশ সদস্য নিয়োজিত থাকবে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। অন্যদিকে র‌্যাব সদস্যরাও টহলরত অবস্থায় থাকবে। আশা করি কোন ধরণের গন্ডগোল ছাড়াই এ উপ-নির্বাচন ২টি সম্পন্ন হবে।