সাতকানিয়ার কুখ্যাত ডাকাত সেলিমকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ এপ্রিল) বেলা ১১টায় সাতকানিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোবারক হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসাইন জানান, উপজেলার দক্ষিণ কাঞ্চনার (বকশিরখীল) মোজাহের মিয়ার ছেলে মো. সেলিম একজন দুর্ধর্ষ ডাকাত। তিনি বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরকসহ ১০টি মামলার পরোয়ানাভুক্ত পালাতক আসামি।