সাতকানিয়ার বাজলিয়া সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গত ১৫ অক্টোবর বিকালে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।এসময় প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করেছে। সকল ধর্মের লোকজন একাকার হয়ে ধর্মীয় উৎসবগুলো পালন করে। বস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস কান্তি দাত্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন, যুবলীগ নেতা হারুনুর রশিদ মানিক, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা মো. ফোরকান, মো. আলমগীর, ইউপি সদস্য সৈয়দ আহমদ, মাহাবুবুল আলম জয়নাব আকতার, রোজিনা আকতার ও হৃদয় রঞ্জন দাশ।